রাতের সাথে রয়েছে  যাহার গভীর মিতালি
চাঁদের আলোয় আসন পাতা ঝলক রূপালি।

তারার সাথে খেলছে পাশা অসীম নীলিমায়
আপন  মনে  নিত্য  ভুবন  নীরব আঙ্গিনায়।

নিশাচর  মন  পিপাসায়  ঘন  আঁধার  ক্ষণে
মুক্ত  হলো  জীবন  বাঁধন  অলিক   স্বপনে।

সবুজ  ঘাসে  শিশির  কণায়  করুণ আহ্বান
মাটির টানে মুক্তো দানার  চলছে বলিদান।

মেঘ পাহাড়ে  নৃত্য আসন গোপন অভিসার
জোছনা বনে আঘাত হানে বিফল প্রতিকার।

শাল পিয়ালের সবুজ শাখে ঝরে নীলাকাশ
আলো-আঁধার  চলছে  খেলা রাত্রি বিলাস।