প্রত্যাশার সমুদ্র অনেক বড়
মিছে কেন পড়ে আছ হতাশার সৈকতে!
উঠে এসো সাহসের হাত ধরে
রক্ত তিলকের দাগ মুছে আলোকিত বৈঠকে।
যা গিয়েছে কালের গর্ভে বিলিন
পিছনে নয় এবার সময় এলো সামনে চলার,
যাপিত ভুলে চেতনার মুলে
চলে এসো সবে এইতো সময় সত্য পক্ষ বলার।
হারানো গৌরব, অনিয়ম পাহাড়
হিংসার দাবানলে জ্বলে উঠা ছাই লিপি বংশ,
আর কোন অবহেলা নয় এবার
সুনামি সাইক্লোনে শুধু কি ধ্বংস?
অর্থ-অনর্থ বাহুল্য পেরেশান
দুরন্ত সময়ের পিছনে নির্বোধ দৌড়ে হন্য,
ফেলে আসা ময়লা থাক না পড়ে ফেলনা
মহাকাল খাতা কে বলে শূন্য?
_____________________
০১-০১-২০২১