ফুলের সৌরভ মাখে সবাই
প্রফুল্ল দেহ-মন,
কেউ ভাবে না ফুলের ব্যথা
পরার্থে জীবন।
চাঁদ সুরুজ চায়নি কভু
আলোর প্রতিদান,
নিতেই জানি আমরা শুধু
না দিয়ে তার মান।
লক্ষ কোটি নেয়ামত ভূঁয়ে
সব মানুষের জন্যে
আলো বাতাস গ্রহ তারা
মানব সেবায় হন্যে।
বৃক্ষ লতা ফল-ফলাদি
আঠারো হাজার জাত
সবার উপর মানুষ আসীন
সর্ব রাজাধিরাজ।