আধুনিক পুরাতন
পুরাতন আধুনিক,
প্রগতির সমীরে ভেসে যায় মানবিক।
কু-যুক্তির প্রযুক্তি
প্রযুক্তির কু-যুক্তি,
সময়ের ফাঁস কলে কভু নাই মুক্তি!
দুর্নীতির সু-নীতি
সু-নীতির দুর্নীতি,
যদি আসে কোনদিন কর্তার সুমতি।
ভিতরে বাহিরে
বাহিরে ভিতরে,
মেধাহীন নির্বোধ বসে কার খাতিরে?
আকাশটা পাতালে
পাতালটা আকাশে,
বাকরুদ্ধ মূল্যবোধ চারদিক ফ্যাকাসে।