সততা ধুঁকছে
মিথ্যায় ফুসছে,
বিবেক মরমে
নীরবে হাসছে।
বিচারী ভক্ষক
নির্দোষ কান্না,
অর্থের প্রহসন,
অকালে বন্যা।
রাত্রির আঁধারে
লুটেরা চঞ্চল,
আড়ালে নেতাজি
আস্থায় অবিচল।
প্রাচুর্যে পিপাসা
সর্বদা নিরাশা,
অনাথের শান্তি
বিধাতা ভরসা।
বঞ্চনা জ্বালাতে
প্রকৃত জ্বলছে,
এমনি ধরাতে
সর্বদা চলছে।