দেখছি একি হাল
পুরো টালমাটাল।
উচিত যারা বলে
মুখ লুকিয়ে চলে।
অলিক কথা মিষ্টি
নিত্য নতুন সৃষ্টি।
পাচার করে বাণী
তারা সমাজে মানী।
ভাব ধরিয়া সাধু
খাচ্ছে চাকের মধু।
সত্য লুকোয় ছলে
অসৎ পথে চলে!
হাসিতে মুক্তো ঝরে
অন্তরে বিষ ধরে।
ভাব জমে কেবল
বুকে মারে ছোবল।