মনের চিড়
ভাঙ্গছে নীড়,
স্বার্থের ঘাটে
বাড়ছে ভীড়।
চলছে নাও
উজান বাও,
সঠিক পথে
কাঁটার ঘাও।
বাড়ছে কাজ
কমছে লাজ,
আঁধার রাতে
চলছে সাজ।
ঘুরছে মাথা
উড়ছে ছাতা,
বাড়ছে ত্বরা
বাকির খাতা।
বাড়ছে আশা
মুখের ভাষা,
টাকায় কিনে
মনের বাসা।
আসছে দিন
বাড়ছে ঋণ,
আপনজন
বাসছে ভিন।
বাড়ছে জরা
কাঁপছে ধরা,
ডুবছে জলে
ঘাটের মরা।
কুশল হাসে
অনাথ ফাঁসে,
নর দানব
রক্ত চোষে!