অনেক দিন পর ভাবলাম,
আমি কি চাই?
রঙ্গিন প্রজাপতির সরং ডানায় ভর করে,
কে উড়ে আকাশে?
গলাফাঁটা ডাহুকের পানসে উপলব্ধি,
এ সময় কার?
রক্ত বমির কারণ জানে কি সমাজ!
চোখ বাঁধা দুরন্ত ঘোড়ায় চেপে
সময় গড়িয়ে যায় আপন ঠিকানায়
পড়ন্ত বেলা শেষে।
তারা কি পেরেছিল রিপু কুরবানী?
যাপিত কল রবের নীরব সাক্ষী হয়ে
আদিমতার নগ্ন বীজ
আবার যদি ক্ষমতা পায়
সলাজ অঙ্কুরোদগম শক্তি!
তারপর সকল ভাবনার হোক অবসান
সুনসান বিদীর্ণ প্রান্তিক চাষির কোলাহল
দমিয়ে রাখতে পারবে কি
রক্তচোষা দানবের হালখাতা?
লেলিহান অগ্নিশিখা
জ্বালাতে পারবে কি
তমসুক সৃষ্ট কারী মসনদ?
প্রশ্ন বাণে জর্জরিত চলন্ত সোপান
খুঁড়িয়ে খুঁড়িয়ে আর কত অবগাহন!
থামুক একবার বিশ্ব চরাচর
আপন ব্যথা হয় কি কাম্য!
স্বপ্ন বিলাসী মন
খুঁজে দিনমান পৃথিবীর সাম্য।
অতঃপর আমি
সেই আদিম উচ্ছ্বাসে
ছিটকে পড়ি কোন অনাহুত
বর্ণালীর ভাঁজে!
সুখের ঠিকানা ব্যর্থ খুঁজাখুঁজি
লুকিয়ে সকল দুঃখের ভাজে।