তোমার দোষ আমায় বলে
আমার দোষ তোমার,
হাল জমানায় এই মানুষ
পুরো সমাজে বেমার।
বদনে তার হাসির আভা
মিষ্টি মধুর বুলি,
অন্তর জুড়ে গোপন ফন্দি
অাড়ালে বিষ ঝুলি।
পরকে ওরা খুব সহজে
আপন করে নেয়,
মধুর মধুর কথা বলে
হৃদয়ে স্থান দেয়।
কৌশলে সব মনের কথা
আদায় করে হেসে,
তার ছলনায় সুবোধ জনা
অনেক গেছে ফেঁসে।
আরেক কাজের কাজি তারা
চোরকে বলে চুরি,
সাধুকে ডাকে হও সাবধান
নীরবে চুপি-চুপি।