নুন আনতে যখন পান্তা ফুরোয়
ঠিক তখন অভাবে স্বভাব নষ্ট,
ভাগ্যবিধাতার দোষ দিয়ে কিছুটা লাঘব কষ্ট।
আঘাত যেখানে যন্ত্রণাও সেখানে
দর্শনার্থী চোখে শুধু আহত কেউ,
তীরে দাড়িয়ে বুঝবে কেবা উত্তাল সাগরে ঢেউ।
পরাজয় আছে জেনে জয়ের আশা
নীচ থেকে শুরু হয় উপরে উঠা,
নিন্দনীয় কাজ উপকার করে প্রতিদান খোট্টা।