অশান্তির দাবানল
চারিদিকে জ্বলছে,
লোকজন হায় হায়
ধুকে ধুকে মরছে।

দিশাহীন গিরিগিটি
হিংসায় কাঁপছে,
আলোহীন প্রান্তরে
অবিরত ধুঁকছে।

সাই সাই আগুনের
লেলিহান শিখাতে,
জ্বলে পুড়ে ছারখার
ছাই ওড়ে ভিটাতে।

মুখে মুখে রটনার
বিষ ঢালে সমাজে,
হাসি মাখা রাঙ্গা চাঁদে
কালচিটে বিরাজে।