অর্থের দেয়া
অপার আয়েশ, চিত্ত বিত্তের শান
মানের বৃদ্ধি
টাকায় আসিন, জগত ভরা গান।
কথিত আছে
এই অর্থ হলো, অনর্থেরই মূল
অধিক হলে
সহায় সম্পদ, হারায় জাতি কুল।
টাকায় আনে
অহঙ্কার ধারা, হিংসা ভরা মন
ধনীর দ্বেষে
অভাবীরা পুড়ে, হামেশা প্রতিক্ষণ।
অর্থ অভাবে
অনাহারী মরে, জঠর জ্বালা বড়
খেয়ে না খেয়ে
কাটায় জীবন, ক্ষিধায় জড়সড়।
অর্থের পিছে
ঘুরছে ভুবন, সারাটি দিনমান
লভিতে তাকে
কত না আঞ্জাম, চরিত্র ম্রিয়মাণ।
==========================
১০ই আগষ্ট-২০১৮খ্রিঃ
abu3217@yahoo.com
০০৮৮-০১৭১৫০০৩৩৬৪