সুন্দর পৃথিবীতে যত আয়োজন
মানবের তরে খোদা করেছেন সৃজন।
ফল-মূল তরু-লতা বনবীথি পথ
ছড়িয়ে ছিটিয়ে ভুঁয়ে অপার নেয়ামত।
গগন তলে গাঁথা চাঁদ-সুরুজ তারা
রহমতের বারি ঝরে সদা স্নাত হয় ধরা।
অগনতি খাল-বিল বিস্তীর্ণ সাগরে
অবারিত ধন-রত্ন সকলই মানুষের তরে।
অপার শান্তি সুধা দিলেন প্রভু সাই
শুকরিয়া জানাই খোদা কবুল করো তাই।