(১)
বলতে গিয়েও
যায় না বলা
এমন অনেক মনের কথা,
শান্তি নাশি জমানো ব্যথা
হৃদয় কোণে রয়েছে তোলা।
(২)
গোপন কথা
থাকনা ঢাকা
কেন মিছে হেছকা টানা,
কেঁচো খুঁড়ে সাপের নাগাল
মিছে কেন আপদ আনা।
(৩)
যার যেমন কাজ
অবেলায় খৈ ভাজ
অল্পে অল্পে মিলায় তরণ,
ভোগ বিলাসের হাজার রকম
মাত্রাধিক হলেই ঘটবে মরণ।
----------
abu3217@yahoo.com