১
করিয়া পরের সর্বনাশ
নিজের ভাল কিসের আশ!
২
কাঁটার আঘাত সইলো যে
আসল সৌন্দর্য দেখলো সে।
৩
ফুল সুন্দর গাছের ডালে
মানুষ সুন্দর মনের আলে।
৪
মানব জীবন স্বল্প হয়
নিরাশ হওয়া কাম্য নয়।
৫
করিলে জীবনে অহঙ্কার
বিধাতা করবে তিরস্কার!