ডাল ভাতের স্বপ্ন দেখি
খুরমা পোলাও কল্পনায়
মোটা কাপড় সমস্যা কি
লজ্জাটাতো ঢাকা য়ায়।
তোমরা যারা বাস গাড়িতে
রোজ দেখি অফিস যাও
এসি ডিসি কত কিছু
ক্ষিধের জ্বালার খবর পাও ?
তোমার সোনা ভাত খাবেনা
করে কত শত বায়না
গাড়ি ভরে নিয়ে আসো
আঙ্গুর আপেল আর বেদানা।
আয়েশ করে ঘুমাও তোমরা
আকাশ ছোঁয়া ঐ দালানে
চেয়ে দেখো নিচে আমরা
খাবার খুঁজি ডাস্টবিনে।
গরম কালে এসি চালাও
শীতে হিটার চলমান
আমরা থাকি প্রবল শীতে
সারা শরীর কম্পমান।
রুটি মাংস ডিম পরটা
সকাল বেলার নাস্তা খাও
আমরা কেবল শুকনা মুড়ি
কলের পানি তাও ফাও।
অধিক খাবার খেয়ে তোমার
ডায়বেটিস আর হাই প্রেসার
নিয়মিত উপবাসে আমরা
শরীর বানাই কঙ্কালসার।
কাল বৈশাখী ঝড়ের রাতে
ভয় পাও তোমরা দালানে
আমরা নাহয় উড়ে গেলাম
ফাঁকা কোন এক ময়দানে।