ডিম আগে না মুরগি আগে? যুক্তি তর্কের ঢেউ
বীজ ছাড়া বৃক্ষ হয় না! তর্ক ছাড়ে না কেউ!
কেউ কাহারে নাহি ছাড়ে গোটা রজনী করিয়া পার,
বীজ-বৃক্ষ যে করে লালন ভাবলে না কথাটি তাঁর।
আকাশ-পাতাল পাহাড়-সিন্ধু কোথায় তাঁরে পাই?
ভ্রমিয়া জগত সাগরে সলিলে তাঁহার দেখা নাই।
সপ্ত আকাশ ঘুরিয়া নিরাশ অবসন্ন হইলো দেহ,
এত নিয়ামত কোথা হতে আসে ভাবিল না কেহ।
খুঁজিয়া মরি সদা ব্যাকুল, কোথায় তাঁহার আসন?
অবশেষে দেখি স্বীয় শ্বাসেরও কাছে তাঁর বিচরণ।
অবোধ আমি ; বুঝি না কিছু, বাহুল্য পেরেশান
বৃথাই তর্কে জড়িয়ে থাকি, বুঝি না তাঁহার শান।
জোড়ায় জোড়ায় করিয়া সৃজন, পাঠালো ভবের পরে
সকল প্রাণেই সে মহা কারিগর দেখি নিত্য বসত করে।