নীরব প্রহর গুনি আর ভাঙনের শব্দ শুনি
এই বুঝি হয় দিবস প্রস্থান
অনাহুত ব্যথায় খাবি খায় তনু
সদ্য দগদগে অবসানে !
সময়ের কোল জুড়ে প্রস্ফুটিত রক্তজবা
এক পাহাড় অভিমানে মুখ থুবড়ে
আছড়ে পড়ে ধুলি ময় মরুদ্যানে।
সাম্য সামিয়ানার নীচে অবাঞ্ছিত নৃত্য
বে লাজ মুকন্দমের নগ্ন হাসিতে ঝরে
কোন এক অষ্টাদশীর সুরতহাল মঞ্চ
চাপাকান্নায় জমে জলাধার,
সভ্যতার সফেদ কফিনে আরক্তিম পেরেক
বিদ্রোহ নিছক ছেলেভোলানো বাণী
জলকাদা সব মিলেমিশে একাকার।
বসে বসে গুনি শুধু এলোমেলো পদচিহ্ন
অসির জরায়ু ঝরায় শীতল উঞ্চ স্রোত
অবেলার বৈশাখী উন্মাদনার পরিহাসে,
আঁধারে ঢাকা মেঠোপথি লোকালয়
পৃথিবীর ছায়াপথে থমকে অজানা ত্রাসে।