ফল কিনতে গিয়েছিলাম
নবসুজন হাটে,
সার লুকিয়ে ছোলা দেখায়
ফরমালিনে আঁটে।
কি আর করা এই বাজারে
আঁটি না হয় যাচি,
জাল ভেজালের তপ্ত ভিড়ে
কোন মতেই বাঁচি!
বাঁচতে গিয়ে নিজ ইচ্ছায়
মরণ ডেকে আনি,
ফল ফলাদি শাকসব্জির
করুণ দশা জানি।
শখের তোলা আশি টাকা
খাবো ইলিশ ভাজি,
সাহস করে কিনে আনি
বারোশ টাকা কেজি।
মেম সাহেব ইলিশ কেটে
হারিয়ে ফেলে দিশা,
অবাক কাণ্ড ইলশে পেটে
গোটা দশেক শিশা।