দিন বদলের সমুহ অঙ্গীকার নিয়ে
এগিয়ে চলেছে সময়
কর্ম গুনে কেউ ভেঙ্গে চুরে একাকার
কেউবা গড়ে তোলে সুফি সফেদ আখেরাত।
বরফ গলা আছড়ে পড়া নদী পাড়ে
নীরবে কাঁদে নিঃশব্দ মধ্যরাত।
রক্ত গালিছা বিছানো পথে পথে
সুকৌশলে রোপিত কাঁচ কাটা ফাঁদ
দৃষ্টি ভ্রম সরল সুবোধ আটকে মোহ মায়ায়
ঠিক যেন মাকড় সার বিস্তৃত জাল।
তবুও থেমে নেই অন্ধ নগর মিছিল
সাগরে মিশে নদী উন্মত্ত মাতাল।
অন্ধকার ভেদি আলো চলে অবিরাম
যায় সময় ভালো জগতের আলো
জরাজীর্ণ পেছনে ফেলে
বয়ে চলে জীবন সীমাহীন।
শোকের শক্তিতে জ্বলে উঠুক জীবন
নব উদ্যমে নতুন দিন।