প্রতিনিয়ত কেবল দেখছি আর ভাবছি
কেমন করে বদলে যাচ্ছে চারপাশ
বদলে যাচ্ছে সমাজ সভ্যতা
বদলে যাচ্ছে মানুষগুলো
বদলে যাচ্ছি আমি!
একটু একটু করে গিলে খাচ্ছে মহাকাল
শাসন গিলছে সময়ের পাটাতন
খরা বন্যা জলোচ্ছ্বাস প্লাবনে
মানচিত্রে আঁকছে রক্ত তিলক
বেজেই চলেছে এক অজানা সাইরেন
ঘুমন্ত পৃথিবী জেগে উঠে সহসা
আবাদি-অনাবাদী মিলেমিশে একাকার।
দিন বদলের ইশতেহার ক্রমাগত জ্বলছে
কেবল দেখছে আর ভাবছে সভাসদ
অনাড়ম্বর জৌলুস ভাটিয়ালি পানসে গান
সুনসান নীরব জনপদে সকরুণ আর্তনাদ
কিছুই কি করার নেই এবেলায় ?
পয়মন্ত বে লাজ শকুনের দখল থেকে
জানি না কে করবে উদ্ধার?
সবুজ সমারোহ ভরা আমার পৃথিবী।
যুদ্ধ নয় শান্তি চাই
হিংসা নয় সাম্য চাই
শুনতে চাই না আর কুৎসিত রণবীণ
দেখতে চাই না মোড়ল দের নগ্ন উল্লাস
সবুজে শ্যামলে শান্তিময় ভরপুর ধরণী
রেখে যেতে চাই প্রজন্ম থেকে প্রজন্মে।