আনমনা বসে ভাবা
যে যাহা বলে আহা!
আমি বলি বিষণ্ণতা।
সুনসান এক নিরবতা
নিঃশ্বাসের হিসাব রাখা
জীবনের রাফ খাতা।
অকারনে পথ চলা
পুনরায় ফিরে আসা
পানসে যেন ভালোবাসা।
খেলে মন সাপলুডু
চার কিংবা ছক্কা
নাই বুঝি রক্ষা।
আসে যায় অভিসারে
দুপুর বলে সন্ধ্যা
সবই আজ মন্দা।
টিক টিক হার্টবিট
ডেকে ডেকে ক্লান্ত
ভয় লাগে শান্ত।