বাঁশ বাগানের সরু ফাঁকে
বাঁকা চাঁদের হাসি
অপরুপ  গ্রামটি আমার
তাইতো ভালবাসি।

আমার গাঁয়ের বাগ বাগিছা
সবুজ বনে ছায়া
আকুল করা জাদুর পরশ
শান্তি সুখের মায়া।

রাত্রি হলেই ঝোপের ধারে
খেক শিয়ালের হাক
বট-তমালের উচু শাখে
হুতুম পেঁচার ডাক।

রাখাল ছেলের বাঁশির সুরে
উদাস করে মন
ধানের ক্ষেতে ঢেউ তুলিয়া ঐ
নাচে আউলা পবন।

সরষে ফুলের হলুদ ক্ষেতে
প্রজাপতি পাখনা নাড়ে
কাকাতুয়া বক আর শালিক
ইচ্ছেমত আহার সারে ।

কাজল কালো দিঘীর জলে
শাপলা ফুলের কাছে
শঙ্খ নাগের মধু মিলন
আঁতকে লাফায় মাছে।

শান্ত বিলের ঘোলাটে জলে
দুরন্ত ছেলের দল
মনের সুখে সাঁতার কাটে
যেন শান্তি অবিচল।

ক্লান্ত দেহে দুষ্টু ছেলে
করচ গাছের ছায়
বেসুর তালে গান ধরে
ঐ ঘাসের গালিছায়।

আঁকা বাঁকা নদীর জলে
পাল তুলে যায় নায়
জন্ম আমার ধন্য হলো
আমার সোনার গাঁয়।

আমার গাঁয়ে আসবে বন্ধু
তোমায়  নিমন্ত্রন
পাখ পাখালির ছন্দ গীতে
ভরিয়ে দেবো মন।

বাংলা দেশের পূর্ব কোণে
রয়েছে অনেক সুনাম
ছবির মতো দেখতে লাগে
আমার দাওরাই গ্রাম।

===================
রচনাকাল : ১৪ই মার্চ,২০১৮খ্রিঃ
দাওরাই
abu3217@yahoo.com