পরকে যারা করতে পারে
একান্ত আপন,
তাঁদের সাথে থাকিস খোকা
সাফল্য জীবন।
নিজ খাবার বিলায় যারা
অনাহারী মুখে,
তাঁদের চোখে আলো দেখিস
সহনশীল বুকে।
চলার পথে আসুক যত
বাঁধা তুফান বারি,
মনের জোরে সামলে নিবে
জরা বিপদ তাড়ি।
সহজ সরল সত্য পথে
আছেন যত যাত্রী,
সদা তাঁদের সঙ্গে থাকিস
গুছবে কালো রাত্রি।
ভালো কাজের শপথ নিয়ে
কর্মে নামিস খোকা,
ভালো মন্দের তফাৎ ছাড়া
তারা আসল বোকা।
এই ধরাতে ভালো কাজের
যদিও মূল্য নাই,
পরকালের মূল জীবনে
ইনাম পাবে তাই।
মানুষ মোরা একে অন্যের
সুখ-দুখের সাথী,
আঁধার রাতে সবার ঘরে
জ্বলে উঠুক বাতি।
=================
(আমার ছেলে আমাকে প্রশ্ন করলো; বাবা একটি বইয়ে লেখা দেখলাম "ভালো মানুষের জীবনে দুঃখ-কষ্ট বেশি" তাহলে ভাল কাজ করে কি লাভ? তার সরল মনের এই প্রশ্নের উত্তরে যা বলেছিলাম তার কিছু অংশের কাব্যরূপ)