নিয়মের অনিয়ম
হরদম চলছে,
সু চতুর মানসে
হ্যাঁ স্যার বলছে।
রোজ দেখি উদাসীন
ঘুম চোখ আমলা,
কৌশলে তেল ঢেলে
নামীদামী কামলা।
ডিম শাবক মুরগি
রুচিকর চাহিদায়,
ছাই গোবর সবটা
কিছু নাহি বাদ যায়।
আপন হাত জগন্নাথ
বাছবিচার কিছু নাই,
এক পা কবরে তবুও
আরো চাই আরো চাই।
কিসের এত বড়াই করো
ওহে ভাই অর্বাচীন,
কিবা ঘর! সবই পর,
মরণে সাড়ে তিন।
ভাই-বোন, স্ত্রী-পুত্র
চেয়ে রবে নির্বিকার,
উড়লে পাখি সবই ফাঁকি
তুমি আমি কেবাকার।
ধান্দাবাজি, ধোঁকাবাজি
লোভ লালসা বাহুল্য,
আমল ছাড়া মানব জীবন
ষোল আনা অমূল্য।