আসল ভেবে নকলটাকে গলায় পরেছি,
বাঁচার আশে সাগর জলে ডুবে মরেছি।

তীব্র ক্ষিধায় ফাঁস কলের টোপ গিলেছি
লোভের জালে দেহটাকে বিষে ভরেছি।

কলমি লতায় সাপের ফনা নৃত্য অবিরাম
চোখের ভাষা মনের জোরে চলে অবিশ্রাম।

ডাহুক ডাকা ক্লান্ত দুপুর শান্ত জলের ধারা
মিঠা পানির ফেনিল জলে ছিটকে পড়ে তারা।

ভরসা করে মাটির বুনট টানছে চোরাবালি
স্বপ্ন সাজাই জীবন বাসর আশার বসত খালি।

সময় টানে কালের রথে পথের বাঁকে বাঁকে
রঙ্গিন ভেলা খেলে পাশা অলিক ছবি আঁকে।