কবিতা আর ভিড় করে না
মনের জানালায়,
ছন্দেরা আজ কোন সে মোহে
সুদূরে পালায়।

মৌন মুখর দিন চলে যায়
ফুল বাগে নাই অলি,
পাখির পালে পাগলা হাওয়া
বড্ড বেসুরে কাকলি।

দিবা রাতির তফাৎ ভুলে
গাইছে বেভুল গান,
পাথর খুঁড়ে কি লাভ হবে
নাই যে তাতে প্রাণ।

কার ইশারায় উড়ছে ফানুস
ফায়দা কারা লুটে?
কোন সে নেশায় রক্ত ঝরায়
কোন পাতারে ছুটে।

_______®আবু কওছর