অভিনব এক অফিস খুলছে
পাড়ার মফিজ কাকু,
সুপরামর্শে দুইশ টাকা, চারশত দিলেই 'কু'।
রোজ বিহানে ব্যস্ত অফিস
আসছে শতেক লোক,
গরু চুরির চাই প্রতিকার কারো বেজার মুখ।
কেউবা আসে করতে আদায়
জবর দখলের পরচা,
এই মামলা "কু"তে পড়ে চার'শ হাকে চামচা।
মফিজ কাকুর বাজার গরম
কিছুই বাধা নাই,
থানার ওসি জজ-পেশকার হাতের মুঠোয় তাই।
মন্ত্রি এমপি নিজ পকেটে
কাকুর টাকায় চলে,
আইন-কানুন চোখ ইশারায় কাকুর কথা বলে।
==========================
২৬-০৭-২০১৮খ্রিঃ
abu3217@yahoo.com
০০৮৮-০১৭১৫০০৩৩৬৪