আমার জমি আমার জলা
ফসল ফলাই আমি,
আধার রাতে ভাগ বসালে
কেমন করে তুমি।

আশার বাতি জ্বালিয়ে রাখি
স্বপন ধরার আশে,
ঘুমের আবেশ চোখ ছাড়ালে
অলিক দেখি পাশে।

প্রাণের মায়া নিছক কায়া
ত্যাগের আলো দেখি,
রাত পোহালে হামলে পড়ে
ষোল আনা মেকি।