আজি এ বিজনে
পাখির কূজনে, উঠিলো বেজে বীণা,
কেমনে সহিবো
বিরহ কৃশানু, একেলা তুমি হীনা।
মনের এ নদী
অশান্ত নিরবধি, বহে উজান বাও,
হৃদয় আকুতি
ভিড়বেই সহসা, মনের ঘাটে নাও।
পথে টানে পথ
ডাকিয়া ব্যাকুল, পথিক দেখা নাই,
জানি না কখন
ফিরায়ে তাহারে, পথেই যদি পাই।
আজি এ প্রহরে
নীরব কাননে, ফুল পাখিদের ভিড়ে,
মোদিত নয়নে
কাকলী দুপুরে, শান্ত তটিনীর তীরে।
চলে এসো সখী
বাহুডোরে লও, প্রেম সোহাগী গানে,
চঞ্চলা এ মন
বিরহ কাতর, জাগাও কান্তি প্রাণে।
আজি এ বরষায়
উতলা এই মন, একেলা বন্দী ঘরে,
মেঘলা পরানের
ব্যথাহত চিত্ত, গুমরে কেঁদে মরে।
======================
২রা আগষ্ট-২০১৮খ্রিঃ
abu3217@yahoo.com
০০৮৮-০১৭১৫০০৩৩৬৪