ফেলে আসা দিনগুলো আর ফিরে পাওয়ার নয়
স্মৃতি-রশি আকড়ে ধরে বেঁচে থাকতে হয়।
সোনার ফ্রেমে সাধের জীবন রইবে নাতো কভু
অসীম তলে মিলিয়ে জীবন প্রদীপ নিভু।
ভোগ-বিলাস ফুল বিছানা সহায় সম্পদ ঘিরে
সুখ পাখিটা উড়াল দিলে আসবেনা ফিরে।
বন্ধু-বান্ধব পাড়া-পড়শী আপন-স্বজন যত
সঙ্গের সাথী কেউ হবেনা একলাই হবে গত।
আসলে সমন বিফল সব শক্তি বলের খেলা
মাটির দেহ ভূমির গ্রাসে মিলবে মিলন মেলা।