ঘুরেছি অনেক পথ, চড়িয়া নানান রথ
শহর বন্দর গ্রাম, ঝরিয়ে কত ঘাম
দেখিলাম মুখঢাকা মুখোশ
আর যান্ত্রিক ফানুস,
আমাতে কি আছি আমি?
সব জানে অন্তর্যামী,
কে দেবে উত্তর?
কোথাও নাই কি মানুষ?
বেলা-অবেলার মুক্ত পাঠশালায়
নিয়েছি ছবক লভিয়া বিবেক
কেবলই হই বেহুশ,
অবশেষে বুঝি
কি হেরিয়া জোযি!
আমি নিজেও নই
মানব কুলের মানুষ!!