কত রঙের মানুষ ভবে
কত রঙের খেলা,
নিত্য নতুন পাল তুলিয়া
ছাড়ে আপন ভেলা।
আজব মানুষ আজব রীতি
আজব মতিগতি,
নিজের খেয়ে থাকছে মেতে
অন্যের ওকালতি।
কত রঙের মানুষ ভবে
কত রঙের বাহার,
অপর ভাণ্ডে কাঁঠাল রেখে
করছে কেহ আহার।
আজব রকম মানুষ আছে
এই জগতে ভাই,
সদায় খুঁজে পরের ত্রুটি
আপন খবর নাই।
কত রঙের মানুষ ভবে
কত রঙের দিশা,
হারাম খেয়ে উদর পুর্তি
কারো মজার নিশা।
হাট বাজারে নিত্য দেখি
বেজায় কানাকানি,
অকারণ গুজব ছড়ায়
লাগায় হানাহানি।
কত রঙের মানুষ ভবে
কত রঙের হাল,
কত মানুষ গরিব মেরে
হচ্ছে মালামাল।
দিকে দিকে রঙের ফানুস
কার আগে কে খাই,
ইতর প্রাণীর এই জামানা
সুশীলের ভাগ নাই।
কত রঙের মানুষ ভবে
কত রঙের বুলি,
মিথ্যে কথার বাজার ভালো
সত্যি মাড়িয়ে চলি।