কথা! অতি ছোট্ট একটা শরীর
যবে থেকে পেয়েছে ধরায় বিচরণ অধিকার
অভিশ্রবনের ধারায় ব্যাপ্তি বিশাল,
যদিবা ছন্দ ভুল কিংবা বেফাঁস
ব্যাস! মধুর সম্পর্ক সমান্তরাল।
কেবল সফল প্রয়োগ এনে দেয়
আলোড়িত স্বপ্নের অবগাহন
আতরীয় সুবাস পরায়,
কথায় মারপ্যাঁচ আপন ঠেলে দূরে
কিংবা প্রেম সামিয়ানা জড়ায়।
অস্ত্রের আঘাত তুচ্ছ তায় ভাসায়
কথার জ্বালাময়ী আঁচ,
গদগদ চিত্ত নি মেশে অন্ধকার
ভেঙ্গে চুরে আলোকিত কাঁচ।
কতক মরে ধূকে
কতক ভাসে সুখে
রোগ-শোক সয়ে কথার মোহে নি রোগ,
ত্যক্তবিরক্ত ভাষাহীনও সতেজ
যদি হয় সফল প্রয়োগ।
বিরহ যন্ত্রণা বাহুল্য পেরেশান
আবাল প্রবোধ সহসা বলিয়ান
সয়ে গেলে সব গাত্র,
কথার ফুলঝুরি বাহারী সাজে
স্থান, কাল, পাত্র।