কথা রাখেনি কেউ!
একদা রচিল মধু মেয় সুর কতশত উপাখ্যান
এখানে-সেখানে, মাঠে-ময়দানে
বন্যা খরা জলোচ্ছ্বাস পুঁজি করে
আহাম্মকি কাব্য করিল সৃজন,
তুচ্ছ তায় ভাসায় জনতার বিশ্বাস
সকলই আপন, নহে কেউ বন্ধু-স্বজন।
কথা রাখেনি কেউ!
ঢাক-ঢোল বাজিয়ে ওরা বলেছিল
মেঠোপথি গ্রাম হবে শহর
রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট কিংবা
নান্দনিক আকাশ সেতু ফুঁড়ে উড়বে জনতা
আলোয় আলোয় ভরে উঠবে চারদিক
নির্বাচনের গরম মাঠে
সরব প্রতিশ্রুতি রাত্রি হবে দিন,
আঁধারে জ্বালিবে দীপ জাদুঘরে বিলিন
কথা রাখেনি কেউ,
রাখবে কি কভু?
এমনি করে দিন চলে যায়
আর কত উড়াবে মরুময় বালুকা ঢেউ।
কথা রাখেনি কেউ!
ওরা আয়েশে শুঁকে হিম ঘরের সুগন্ধি
ছল-কৌশলে বারংবার কেড়ে নেয়
এঁটো-কাদা ঘোলা জলের তুচ্ছ কীটস্থে
পাঁজর ভাঙ্গা উচ্ছিষ্ট হাতের স্বর্ণকমল,
আহারে অভাগার দল!
আর কত পড়ে থাকবে ধরাতল!
কথা রাখেনি ওরা
রাখবে না কভু
আধমরা দল বরাবর গুণ্য, পূন্য হতে নেই,
খাচ্ছে খাবে লুটেপুটে সব
শকুনের স্বর্গেই!!