জীবন পাতায় কষ্ট কথার
গভীর পরিচয়,
কিছু কষ্ট শুধু নিরিবিলি
গায়ে সইতে হয়।
হাজার কষ্ট হৃদয় আকাশে
দুঃখের কথা বলে,
অদৃশ্য এক মলিন ধোঁয়ায়
থেকে থেকেই জ্বলে।
কষ্টেরা কখনো হয় না একা
সঙ্গী সাথীরা মিলে
পোষক শরীর মন মননে
নীরব হেঁটে চলে।
দূরের মানুষ কষ্ট দিলে
সহজে গায়ে সয়
কাছের মানুষ ব্যথা দিলে
হৃদয়ে গেঁথে রয়।