আঙ্গুলের ইশারা ফাঁকি দিয়ে
কখনো যদি উল্টো পথে কলম চলে
হয়তো রচিত হবে না কোন ইতিহাস,
কবিত্বের অহমিকায় থাকবে শেওলা বারমাস।
আবাল মনকে ফাঁকি দিয়ে
কখনও যদি কল্পনারা উড়ে চলে
কোন দূর অজানা গন্তব্যের টানে,
মুখ পোড়া কবিকে খোঁজে নিও এই ভঙ্গুর ধরা ধামে।
সলাজ হাসিতে রক্ত বমিগুলো
লাভা হয়ে যেদিন আর ঝরবে না কখনও
লেখনির জরায়ু ফেটে কাগজের বুকে,
বাক রুদ্ধ কবি অপলক চোখ, অকাল গর্ভপাত শোকে।
ছল কৌশলে যদিবা কখনও
ছায়া শত্রুরা হাত দুটো বেঁধে রাখে
শারিরিক জখম তুচ্ছ তায় ভাসিয়ে
কান পেতে শুনো প্রাণের আকুতি কি বলে,
কলম সৈনিক মরে না কখনো নাহি শ্রম বিফলে।