সবাই দেখে আকাশ তলে
কেবল ঘন নীল
কবির চোখে নীড় হারিয়ে
উড়ছে অগন চিল।
মেঘনা পাড়ে আছড়ে পড়ে
সর্বনাশা ঢেউ
সবুজ ভাঙ্গা সুবোধ খেলা
জানে নাতো কেউ!
সূর্যালোকের প্রখর তাপে
দুর্বিষহ জীবন
আগল ভাঙ্গার গান শুনিয়ে
ডাকে স্বেচ্ছা মরন।
শিশির কণার মুক্তো আলোয়
ঝলমলিয়ে উঠে
ঝরা ফুলে পাপড়ির ভাজে
স্বপ্ন লাজে ফোটে।
সবাই দেখে উড়ছে খেচর
পঙ্গ পালের মেলা,
কবির চোখে স্রষ্টার দেয়া
বাস্তুতন্ত্রের খেলা।
বেহিসেবির তমসুক নয়ন
পুঁজিবাদির পথে,
অন্ন বস্ত্রের যোগান মিলায়
ব্যর্থ দুটি রথে।
সবাই দেখে সমীর খেলা
ফসলী জমির মাঠে
কবির চোখে নি লাজ স্বপন
বর্গা চাষির ঘাটে।