এখানে কেউ কারো নয়
বিত্ত বৈভব শান শওকত
সকলই মেকি হয়,
তবুও সবে পূজে অবিরত
আভিজাত্যের মোহে
যায় আপনা ভুলে,
মিছে ছলনার পিছে ঘুরে
অন্ধকূপে কাতরায় কৌশলে।
ক্ষণস্থায়ী ধরা পিছনে ফেলে
হঠাৎ একদিন চির আবাসনে
যাত্রা হবে শুরু
মিটবে না আশ,
অসমাপ্ত অভিলাষ।
কে ছিল আপনা
বিলাস স্থাপনা
কে লইবে তুলে?
হামুখে সকলই
মৌন চার কাঁদি রথ
ধীর পায়ে চলে।