কবি হতে আসি নি এ পাড়ায়
আকাশ ছুঁয়া প্রতিষ্টা কিংবা আবেশি যশ-খ্যাতি,
মুক্ত বিহঙ্গ কিসে তার স্বাধীনতা!
যদি না পায় দিকবিদ অবাদ বিচরণ অধিকার।
পরিযায়ি ভাবুক মন
শিকল বন্দি বাহুল্য পণ্ডশ্রম
আশা লতার প্রতি বর্ণালি ভাঁজে লুকায়িত স্বপন
উড়ে বেড়ায় অবিচল সাদা মেঘমল্লার সওয়ার হয়ে।
কাঁদে মন কাঁদে প্রাণ
যবে তছনছ দেখি আগন্তুকের সাজানো বাগান
স্থির থাকতে পারে না কবির লেখনি
সাদা কাগজের বুক ছিঁড়ে পায়চারি করে হরদম
ঘুমহীন চোখে চলে অবিরত সাদাকালো মাতম।
কবিরা, কবি হতে আসে না কখনো
কবিতার টানে প্রেমের বানে
কোন সহায় সম্পদ পেতে নয়, কিংবা তুলতুলে হাতে
একগুচ্ছ লাল গোলাপ,
তোমরা যাদের পাগল বলো
কবিতা হতে পারে কবি মনের পাগলের প্রলাপ।
আপাত সত্য মনে হলেও, ভুলে যেও না
পাগল দের আঁকিবুঁকি নাড়িয়ে দিতে পারে
অত্যাচারির মসনদ অভিলাষ,
কালের সাক্ষি এ ভূঁয়ে এখনো বহমান
থরে থরে সাজানো সহস্র ইতিহাস।
কবি হতে আসি নি এ পাড়ায়
এসেছি তোমাদের ভণ্ডামি-নষ্টামির
স্বরূপ উন্মোচক হয়ে কালিভরা অস্ত্র নিয়ে
সান দেয়া তলোয়ার আর সমরাস্ত্র অত্যাধুনিক,
কলমের কাছে খাবি খায় সবই
যুগের পর যুগ রয়েছে প্রমাণ
কে বলে পৌরাণিক?