স্বপ্নের করিডোরে মনচারী একাকিন
আমি এক নির্বাক
চেয়ে থাকি সারাদিন।
ঝিকিমিকি আলোকের রংছটা ছন্দে
জাগে মনে শিহরন
মৌ মৌ গন্ধে।
কুয়াশার আবরন চারদিক ঝাপসা
আমি নেই আমাতেই
চিন্তার জলসা।
উকিঝুকি কেবাকার ছায়ামায়া অবয়ব
নিমেশেই চলে যায়
আধখানা সৌরভ।
পুবাকাশে ঐ পাখি ডাকে
বিরামহীন শুনা যায়
এই সব ইতিহাস
মনেরই কল্পনায়।