কাব্য সুর কাব্য ছন্দ
কাব্য জীবন ছবি,
কাব্য সুধা মিটে ক্ষুধা
কাব্য জ্বালায় রবি।
কাব্য মনন কাব্য ভাষা
কাব্য কথা বলে
কাব্য সুহৃদ রাত্রি দিনে
কাব্য সাথে চলে।
কাব্য কুসুম, কাব্য মালা
কাব্য জাগায় প্রাণ,
কাব্য জ্ঞানের প্রতিচ্ছবি
কাব্য জয়ের গান।
====®®®®====
২২-০৭-২০১৮খ্রিঃ
abu3217@yahoo.com
০০৮৮-০১৭১৫০০৩৩৬৪