মন খেয়ালে কাব্য লিখি
এটাই এখন হবি,
ইচ্ছা প্রবল হৃদে জাগে
একদা হব কবি।
আশেপাশের কত ছবি,
হামেশা দেখে ভাবি,
লতা পাতা আমায় বলে,
খুঁজলে ছন্দ পাবি।
শুভ্র থামে মসি আছড়
পাইযে কাব্য গন্ধ,
ভাব সাগরে ঝড় উঠে
দোলায় মৃদুমন্দ।
কাব্যছবি ফুল ও পাখি,
ডাকে সদাই পিছে
কাব্য বিনা কবি জীবন
ষোল আনাই মিছে।