রোজ দেখি এই ভবে
কত কিছু লয়,
সব তার নাহি ক্ষয়
কিছু অভিনয়!
রবির কিরণ জাগে
ভুবন বিদারি,
অকাল অলক ছায়ে
রাজার কাচারি।
আজ দেখি কাল নাই
কাল বলে নাই,
রোজ দেখা মিছে আশা
দিন শেষে নাই।
আশায় জাগে নেশা
নেশায় জীবনমান,
জীবন সলিলে মিশে
কুড়াই জয়গান।