কোন আলোকের বর্ণালীতে
সিক্ত আজি আমার চোখ,
উদাস করা প্রেম নদীতে
উছলে উঠে প্রিয়ার মুখ।
কোন পাষাণের খেয়ালীতে
চাঁদের বুকে দগ্ধ তিল,
কোন নেশাতে প্রেম রাগিণী
বাসর ঘরে দিচ্ছে খিল।
রাতের পাখি দেয় সে উঁকি
মলিন মনের কিনারে,
হাত বাড়ালেই দিচ্ছে ফাঁকি
ধরতে বিফল তাহারে।
ইচ্ছে নদীর ভাটার টানে
মনের চলন গভীরে,
আবার কবে আসবে ফিরে
আপন হৃদয় মন্দিরে।
কোন সে মোহে দোলে পরাণ
কাঁপন ধরায় অন্তরে,
আতুর ঘুমে চমক লাগে
কাম ধনুকের বন্দরে।