আকাশ তলের অসীম নীলে, মন হারালো কল্পনায়
ইচ্ছে গুলো যায় হারিয়ে, সপ্ত সুরের মুর্ছনায়।
মেঘ পাহাড়ের শিল পাথরে, শুভ্র চাঁদের বাহারে
গুচ্ছ আবে মন রাঙ্গিয়ে, স্বপ্ন সাজাই আহা রে!
জলের সাথে জলের মিলন, আলোর ঝলক ভুবনে
আতুর ঘুমে নয়ন চুমে, আঁধার লুকায় মরমে।
বৃষ্টি ধারায় কানায় কানায়, মন জমিনে দীপ্ত বান
আশার নদী উছলে উঠে, ভর জোয়ারে কলতান।
বন পলাশের উঁচু শাখায়, উড়ছে রঙ্গিন কল্পনা
মেঘের ভেলা দিচ্ছে দোলা, জল তরঙ্গে আলপনা।
পাখির পালে আউলা সমীর, খেলছে নিতুই খেলা
নীড়ের খোঁজে যাচ্ছে উড়ে, অলস সাঁঝের বেলা।
গোধূলি বেলা নয়তো হেলা, ঘুচায় মনের কালো
আবির মেখে চিত্ত নাচে, হৃদয়ে রবির আলো।