হঠাৎ যদি ঝড়ের বেগে
আসতো বাতাস
উড়িয়ে নিত চোরাবালি,
জং ধরা সব ভাবনাগুলো
বিকল মাথার মলিন কালি।
হঠাৎ যদি চমক লেগে
আসতো চিঠি
লাল মলাটের শুভ্র লেখা,
অলস অবোধ সময় ধরে
শেষ বিকেলে হতো দেখা।
হঠাৎ যদি আকাশ নীলে
ধরতো ফাটল
সান বাঁধানো ওজন স্তরে,
বনদস্যুদের ভূরিভোজন
সকল কর্ম নিজের তরে।
হঠাৎ যদি দুয়ার খুলে
দেখতো সমন
অত্যাচারীর প্রাসাদ ঘিরে,
ভুখামিছিল শহর জুড়ে
সকল শান্তি আসতো ফিরে