কেউ হাসে প্রাণ খুলে, কারো হাসি ইতিহাস
হাসি মুখে মন্দ কথা, গায়ে সয় বারোমাস।
কেউ হাসে জনারণ্যে, ব্যথা লুকায় গোপনে
কারো হাসি বাধ মানে না, স্বভাব গত কারণে।
কেউ হাসে মন ভোলাতে, স্বপ্ন রঙ্গীন কল্পনা
লাস্যময়ী হাস্য বদন, মন দখলে মন্ত্রনা
কেউ হাসে মনানন্দে, কারো হাসি সর্বনাশ
কেউ হাসে সুকৌশলে, জরা ব্যধি পরিহাস।
কেউ হাসে সদলবলে, কেউবা হাসে আড়ালে
হেসে লুকায় মনোব্যথা, কয় না কথা চোয়ালে।
কেউ হাসে চাপে পড়ে, কভু হলে নিরূপায়
নেতা হাসে আমি হাসি, এছাড়া নাই উপায়।
হাসি যদিও মনের টনিক, প্রমান করে বিজ্ঞানে
অধিক হাসি দুঃখের কারণ, ঘটতে পারে জীবনে।
============®®®®==========
১৭-০৭-২০১৮খ্রিঃ
abu3217@yahoo.com
০০৮৮-০১৭১৫০০৩৩৬৪