আজও আমি পথ চেয়ে
যে দিকে গিয়েছে চলে আনন্দ লহরী রথ,
জানিত ভুলের মাশুল গুণে আবছা আলো পথ।
মহান যারা তাদের পথে
চলতে গিয়েছি কত বাসনা পোষে মনে,
রিপুর তাড়না বিফল মনোরথ থমকে দাঁড়ায় ক্ষণে।
সিক্ত বসনা মেঘলা আকাশ
মুক্ত বলাকার পালে দিকবিদিকে হানা,
কোন ঘাটে কার ভিড়বে তরী কে জানে সে ঠিকানা?
আশা নীড়ের কানায় কানায়
হরদম দেখি অযুত অলির আনাগোনা,
কে তাহারে ডাকবে কাছে নিরেট প্রেমের লেনাদেনা।
ভালবাসায় কীটের আঘাত
তবুও বারবার নিজেরে হারিয়ে খোঁজা,
বুকের ভিতর আপন মানুষ হয় কি কভু বোঝা!