হাডুডু মজার খেলা অনেকেরই প্রিয়
এত খেলার ভিড়ে কেন হাডুডু জাতীয়?
ভাবতে গিয়ে খুঁজে পেলাম একটি ধারনা অল্প
বাঙ্গালীদের চরিত্রে আছে টেনে নামানোর গল্প।
যে জন দেখি যাচ্ছে উঠে আলোকিত নায়ে
বাকিরা সব হিংসায় জ্বলে টেনে ধরে পায়ে।
আমি থাকবো অন্ধকারে আর তুমি পাবে আলো
এ বৈশম্য আর সয় না প্রাণে তুমিও হও কালো!
খেলার সাথে এই আচরণ দেখি শত ভাগ মিল
হাডুডু আর কালচার দুয়ে নাই কোন গরমিল।
আবহমান কালের স্বভাব তাইতো লালন করি
হাডুডু জাতীয় করেই কালের লাগাম ধরি।
==========================
ভাবনাটি একান্তই আমার ব্যক্তিগত ।
রম্য উদ্দেশ্যে লেখা।
বাস্তবতা তৎকালীন নীতি নির্ধারকরাই ভাল জানতেন!!